ইসকন নেতা চিন্ময় দাসকে কারাগারে প্রেরণ করে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে উগ্রবাদী হিন্দুদের হামলায় নিহত আইনজীবী আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গনেশকে (১৯) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার গনেশ কোতোয়ালী থানা এলাকার সেবক কলোনির শেরীপ প্রকাশ শরিফ দাশের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭’র সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফ্ফর হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গনেশকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন পালাতক ছিল। তাকে আজ কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৫ নভেম্বর সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন চিন্ময় দাসকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে এবং কারাগারে নিয়ে যেতে বাধা প্রধান করে। পরে আদালত চত্বরে বিক্ষোভকারীরা বেশ কয়েকটি গাড়ি, মোটরসাইকেল ও কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলায় একটি চেম্বার ভাঙচুর করে। বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীতে দিকে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকায় থাকা আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত এবং তার অন্য সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
