চট্টগ্রামের হাটহাজারী উপজেলার পৌরসভার কলাবাগান এলাকার মাহবুব আলম (৩৬) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
নিহত মাহবুব আলম পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার হাফেজ আবদুল খালেক বাড়ির মৃত আবদুল নবীর পুত্র
রবিবার (১১ জানুয়ারি) ভোররাত ৪টার দিকে হাটহাজারী এ ঘটনা ঘটে। মাহবুব আলম পেশায় একজন মাইক্রোবাস চালক ছিলেন
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ধারনা করছি, ব্যক্তিগত দ্বন্ধেরে জের ধরে মাহবুবকে খুন করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ চমেক হাসপাতালের মর্গে পাঠানোর হয়েছে।এ ঘটনায় এখনো মামলা দায়ের করা হয়নি।আসামীদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে
