চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাক চাপায় আরিফ (১৯) নামের এক মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে মামুন নামে আরও একজন।
নিহত আরিফ উপজেলার উত্তর মাদার্শা ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ রহমতঘোনার মুল্লুক শাহার বাড়ির আবদুর শুক্কুরের ছেলে
আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-অক্সিজেন-হাটহাজারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আরিফ ও আহত মামুন তারা মামা-ভাগিনা। তারা বাইকযোগে হাটহাজারী আসছিল। এসময় রাস্তায় একটি রিকশা উল্টে গেলে বাইক চালক মামুন ব্রেক করার সাথে সাথে আরিফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এসময় পিছনে থাকা একটি ট্রাক চাপা দিলে আরিফ নিহত হয়।
রাউজান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন
