চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের নিকট থেকে একটি দেশীয় তৈরি এলজি, ১৫ পিস ইয়াবা, চাকু ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মোহাম্মদ এনামুল হক ও মোহাম্মদ সাকিব।
রবিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।ফটিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
