ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত হুমায়ন মিরসরাই সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের নতুন বাড়ির বদিউল আলমের ছেলে।তিনি পেশায় সবজি ব্যবসায়ী।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে মিঠাছরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। তিনি বলেন, চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি লরির ধাক্কায় মোটরসাইকেল আরোহী হুমায়ন নিহত হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
