
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকা থেকে অপহৃত চবি ছাত্র তারিকুল ইসলাম রনি’র সন্ধ্যান মিলেছে।
ঢাকা বিমান বন্দর এলাকায় অজ্ঞানবস্থায় এক ব্যক্তি পেয়ে তাকে হাসপাতালে নিয়ে যায় বলে তার পরিবার জানায়।
আজ রবিবার রাতে সিএমপির পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন মাহমুদ পাঠক ডট নিউজকে বলেন, রনির পরিবার আমাদের জানিয়েছেন শনিবার বিকাল ৩টার দিকে ঢাকা বিমানবন্দরের কাছে রনিকে অচেতনবস্থায় উদ্ধার করা হয়েছে।
তবে এখনো তার সাথে আমাদের কোন কথা হয়নি। তাকে নাকি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সুস্থ্য হয়ে চট্টগ্রাম ফিরলে তার কথা বলবো। তখন জানা যাবে এটি অপহরণ না অন্য কিছু।
রনির বড় ভাইয়ের উদ্বৃতি দিয়ে ওসি বলেন, তার ভাই বলেছে আকাশ নামে এক ব্যক্তি রনিকে শনিবার ঢাকা বিমান বন্দর এলাকা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এবং তাদের (পরিবারকে) ফোন করে জানায়। পরে তারা ঢাকায় গিয়ে ঐ হাসপাতালে রনিকে দেখতে পায়।
অপহৃত রনি চবির ম্যানেজম্যান্ট বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
উল্লেখ্য গত ২৪মার্চ শুক্রবার বিকালে মুরাদপুর মোড় থেকে রনিকে অপহরণ করে নিয়ে যায় দূর্বৃত্তরা। তার আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক নম্বর গেইট এলাকার একটি কমিউনিটি সেন্টারের সামনে তার বন্ধু নুরুল্লাহকে মারধর করে ওই অপরহরণকারীরা। তারা নুরুল্লাহর কাছ থেকে রনির অবস্থান জেনে নিয়ে তাকে মারধর করে খালের পাশে ফেলে দিয়ে চলে যায়। পরে মুরাদপুর গিয়ে রনিকে অপহরণ করে তারা। রনির বন্ধু আল আমিন এসব বিষয় নিশ্চিত করেছিলেন সেদিন।
এ ঘটনায় পাঁচলাইশ থানায় রনির এক আত্মীয় বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায়।