
চট্টগ্রাম মহানগরীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৫জন।
নিহতরা হলো,মো: জাহেদ (২৮) ও মোহসিন (৩৫) ও ঝন্টু মিয়া (৫০)।
আজ সোমবার নগরীর চকবাজার, আকবরশাহ এবং চান্দগাঁও থান এলাকায় এসব দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই জহির বলেন, আকবরশাহ ও চকবাজার এলাকায় দু’টি দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫জন।
চকবাজার থানার এসআই নাজিম উদ্দিন পাঠক ডট নিউজকে বলেন, বিকাল সাড়ে ৪টার দিকে চকবাজারের পুরাতন পোস্ট অফিস এলাকায় একটি প্রাডো গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের উপর উঠে যায়। এতে তিনজন আহত হয়। এর মধ্যে মেডিকেলে নেয়ার মো. জাহেদ নামে একজনের মৃত্যু হয়।
এর আগে বেলা সাড়ে ৩টার দিকে নগরীর আকবর শাহ থানা এলাকায় বাস চাপা পড়ে মোহসিন (৩৫) একজন আহত হয়। তাকেও চমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় গাড়ী চাপায় আরো এক ব্যক্তি নিহত হয়েছে। নিহতের নাম ঝন্টু মিয়া (৫০)। সকাল সাড়ে ৬টায় বহদ্দারহাট ফ্লাইওভারের নীচে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক কাঞ্চন বলেন, গুরতর আহতবস্থায় ঝন্টুকে মেডিকেলে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষনা করে। তবে কি গাড়ী চাপায় ঝন্টু মারা গেছেন তা জানাতে পারেননি তিনি।