t জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন-ব্যারিস্টার নওফেল – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

জলাবদ্ধতার অন্যতম কারণ অপরিকল্পিত নগরায়ন-ব্যারিস্টার নওফেল

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া কোন উন্নয়ন কর্মকান্ড সফল করা সম্ভব হয় না। উন্নয়ন পরিকল্পনায় জনগণের চাহিদা ও আকা ক্ষা সঠিকভাবে প্রতিফলিত হলে তা জাতির জন্য সুফল বয়ে আনে।

তিনি আজ মঙ্গলবার বিকেলে নগরীর বাকলিয়া জনকল্যাণ সমিতি আয়োজিত বাকলিয়ার উন্নয়ন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাকল্পে এক মতবিনিময় সভায় এ কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞা প্রকাশ করে নওফেল বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তিনি অধিকতর গুরুত্বদেন বলে বিগত কাউন্সিলে আমাকেসহ তিন জনকে কেন্দ্রীয় কমিটিতে সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করেছেন। তিনি চট্টগ্রামকে অন্তর দিয়ে ভালবাসেন। চট্টগ্রামের উন্নয়নের জন্য উন্নয়ন কর্তৃপক্ষকে একাধিক মেগা প্রকল্প দিয়েছেন। এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হলে চট্টগ্রামের বর্তমান হতশ্রী চিত্র পাল্টে যাবে। তবে স্থানীয় জনগণের সেবার মান বৃদ্ধি ও নাগরিক সুবিধার্থে এলাকায় ভিত্তিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে। যে কোন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য সরকারের সেবা মূলক সংস্থার মধ্যে সুসমন্বয় প্রয়োজন।

তিনি চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যাটিকে দীর্ঘ সময় ধরে চলমান বলে অভিহিত করে বলেন, এই সমস্যা এবার অতিবর্ষণে ভয়াবহ আকার নিয়েছে। এর অনেক গুলোর কারণের মধ্যে অন্যতম অপরিকল্পিত নগরায়ন। এখন রাস্তার পাশে বহুতল ভবনের পাইলিংয়ের মাটিতে খাল-নালা-নর্দমা ভরাট হয়ে যাওয়ায় সামান্য বৃষ্টিতে নগরীতে হাঁটু পানি দাড়িয়ে যায়।

ব্যারিস্টার নওফেল আরো বলেন, জলাবদ্ধতা নিরসনের জন্য সিটি কর্পোরেশন, ওয়াসা, সিডিএ’র মাস্টার প্ল্যান গুলো সমন্বয়ের অভাবে বাস্তবায়িত হয় নি। এই মাস্টার প্ল্যান করতে গিয়ে বড় অংকের সরকারি অর্থের অপচয় হয়েছে। চাক্তাই খাল সংস্কারের জন্য প্রতি বছর কিছু না কিছু বরাদ্দ থাকে। কিন্তু এই বরাদ্দ ব্যয় হলেও ফল পাওয়া যায় না।

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন স্থানীয় ভাবে সম্ভব নয় উল্লেখ্য করে নওফেল বলেন কেন্দ্রীয় ভাবেই হতে হবে। আমি এ ব্যাপারে উদ্যোগী হবো।

বাকলিয়া জনকল্যাণ সমিতির আহবায়ক ইউনুছ কোম্পানীর সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর জননেতা শহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, হাজী মো: শহীদুল আলম, নুরুল আমিন শান্তি, কাউন্সিলর হাজী নুরুল হক, সাহাব উদ্দিন আহমেদ, কাউন্সিলর হারুন অর রশিদ, আবু জাফর, মোহাম্মদ সরওয়ার, সাহাব উদ্দিন, নুরুল আজিম নুরু, মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মহিউদ্দিন বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমন, ছিদ্দিক আলম, আলহাজ্ব মো: ইসহাক, আকবর রহমান, নাজিম উদ্দিন, আকবর, মোজাফফর, এডভোকেট জানে আলম, এডভোকেট নাজিম পাশা, মোহাম্মদ আজম, অধ্যাপক সোলেমান বাচ্চু, অধ্যাপক নাজিম উদ্দিন, মোস্তফা নঈম, হান্নান, মুক্তিযোদ্ধা সৈয়দ কুতুব উদ্দিন, আহমেদ ইলিয়াছ, হাজী হারুনুর রশিদ, ছগীর আহমদ, মোনাফ সওদাগর,মহানগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু, সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, ফারজানা আফরোজ মুন্নি জাফর, সেকান্দর, আবদুল আজিজ, আদনান, মহিম, জালাল উদ্দিন, হাজী নুরুল আলম, বি.এম. আজিজ উল্লাহ, আবুল কালাম, রতন ভট্টাচার্য্য, আকবর আলী আকাশ, বাবুল প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print