
চট্টগ্রামের সীতাকুণ্ডে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ পারুল আক্তার (৫০) নামের এক বৃদ্ধ নারীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ঘোড়ামরা এলাকায় গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালায় বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ।
এসময় এসআই মহিউদ্দিন এর নেতৃত্বে পুলিশ দল ঢাকামূখী সৌদিয়া পরিবহনে তল্লাশী চালিয়ে এক বৃদ্ধ মহিলার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে আটককৃত পারুল জানান, চট্টগ্রাম শহরের কোতয়ালী এলাকা থেকে হালিম নামের এক ব্যক্তি তাকে ইয়াবাগুলি তাকে দেয় কুমিল্লা পৌছে দেওয়ার জন্য।
আটককৃত পারুল কসবা থানার, বি-বাড়ীয়া এলাকার মইনপুর গ্রামের মৃত শাহ আলমের স্ত্রী।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম সর্দার বলেন, ইয়াবাসহ আটককৃত মহিলাকে সীতাকুণ্ড মডেল থানায় হস্তান্তর করা হবে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য মামলা দায়েরের প্রস্তুতি চলছে।