
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটে খালের পানিতে ডুবে মো. বাদশা (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৪ আগস্ট) বিকেল পাঁচটার দিকে কালুরঘাট মাইজ্যা মিয়ার কলোনীতে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় পৌর কাউন্সিলর সিরাজুল হক বলেন, বিকেলে খেলতে গিয়ে ভাড়া ঘরের সাথে লাগোয়া রূপমাঝি খালে পড়ে যায় শিশুটি। পরে তাকে উদ্ধার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মো. বাদশা ভোলা জেলার মনপুরার এলাকার আলাউদ্দিনের ছেলে। তার পিতা পূর্ব কালুঘাটে বালুর শ্রমিকে কাজ করেন। এ সুবাদে তারা পরিবারসহ খাল পাড়ের ভাড়া বাসায় বসবাস করেন বলে জানান তিনি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মোহাম্মদ বাবর বিষয়টি নিশ্চিত করেছেন।