
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার বোয়ালখালীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধায় স্মরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ আগস্ট) এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলার স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মন্দির, সামাজিক, রাজনৈতিক ও সরকারি বেসকারি দপ্তরগুলোতে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখার মধ্য দিয়ে দোয়া মাহফিল, আলোচনা সভা ও নানান কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলার চরণদ্বীপ ইউনিয়ন পরিষদের উদ্যোগে দোয়া মাহফিল, আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুল আলম।
এতে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আবদুল লতিফ, লাল মোহাম্মদ, আওয়ামীলীগ নেতা আবুল কালাম মিয়াজী, পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক ইনতাজ আলী ভূঁইয়া, ৩৪টি মসজিদের ইমাম, খতিব, মোয়াজ্জেম, শিক্ষার্থী ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা আজিজুল হক রেজভী।
এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বোয়ালখালী পরিবেশ সংরক্ষণ কমিটি, ব্লু বার্ডস স্কুল এন্ড কলেজ, হাওলা কুতবিয়া সিনিয়র মাদ্রাসা, কধুরখীল বালিকা উচ্চ বিদ্যালয়, গোমদন্ডী পাইলট উচ্চ বিদ্যালয়, গোমদন্ডী বহদ্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক আয়োজন করা হয়।