
চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সামগ্রী ও সিমসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৭। গ্রেফতারকৃত যুবকের নাম জয়নাল আবেদিন (২৭)। রবিবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭ জনসংযোগ শাখা থেকে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বহদ্দারহাট এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জয়নাল আবেদিনকে গ্রেফতার করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সামগ্রী ও সিম উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।