
চট্টগ্রামে ইয়াবাসহ কোস্টগার্ড সদস্য ও আনসার সদস্য গ্রেফতারের পর এবার র্যাবের হাতে গ্রেফতার হয়েছে পুলিশের এক সাব ইন্সপেক্টর। নগরীর আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে শনিবার দুপুরে পুলিশের এসআই মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২)সহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার ইয়াবা।
র্যাব জানায়, শনিবার দুপুরে আগ্রাবাদের পাঠানটুলির মদিনা ইলেকট্রনিক্স নামের একটি দোকান থেকে ওই তিনজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে মোহাম্মদ আফাজ উল্লাহ (৪২) হালিশহর থানার এসআই। বাকি দুজন হলেন, খোরশেদ আলম (২৮) ও শহীদ উল্লাহ মজুমদার (৩৬)। তাদের সবার বাড়ি কুমিল্লায়।
এ ঘটনায় তিনজনকে আসামি করে ডবলমুরিং থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে ওসি একেএম মহিউদ্দিন সেলিম জানান।
গ্রেফতার তিনজনের মধ্যে আফাজ উল্লাহ যে হালিশহর থানার এসআই, তা নিশ্চিত করেছেন ওই থানার ওসি মো. মাহফুজুর রহমান।