t শৃংখলাবোধ না থাকলে যে কোন সময় বিপর্যয় হতে পারে-চবি’র সাবেক ভিসি – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

শৃংখলাবোধ না থাকলে যে কোন সময় বিপর্যয় হতে পারে-চবি’র সাবেক ভিসি

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

ববব
খায়ের-জাহান স্মৃতি পরিষদ আয়োজিত রাঙ্গুনিয়া পদুয়ার নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন চবি’র সাবেক ভিসি।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বলেছেন, আমাদের সমাজে অনেক অসংলগ্নতা আছে। দেশের এখনো অনেক অপ্রাপ্তি আছে। দেশের মানুষের মধ্যে যদি শৃংখলাবোধ যদি না থাকে, একে অপরকে যদি কেউ মান্য না করে, কারো কথা না শোনে, তাহলে সে সমাজ যে কোন সময় বিশৃংখলায় বিপর্যস্ত হতে পারে।’

রবিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান গোলাম কবির তালুকদার ও ইউপি সদস্যদের সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়ের-জাহান স্মৃতি পরিষদ আয়োজিত এই অনুষ্ঠানের সাবেক এ ভিসি বলেন, কিসের ভরসায় আমরা এত সম্পদ কুক্ষিগত করি? কিসের জন্য আমরা এতকিছু হরণ করি মানুষের?

তিনি বলেন, ‘জীবন অত্যন্ত ক্ষণস্থায়ী। ৬০-৭০-৮০-৯০ বছর.. তারপর তো সব ছেড়ে চলে যেতে হবে। কিন্তু এখন ইফতার মাহফিল হোক, কিংবা যে কোন অনুষ্ঠানে এখন দেখি অসহিষ্ণুতা।’

বরেণ্য এই শিক্ষাবিদ বলেন, ‘রিকশা সিএনজির (সিএনজি চালিত অটোরিকশা) আগে যেতে চায়, আর সিএনজি বাসের আগে যেতে চায়, এমন একটি সমাজে বসবাস করি। তাই এখানে বলার কিছু নেই। হতাশা নিয়ে পথ চলি।

আনোয়ারুল আজিম আরিফ আরো বলেন, আজ মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ইফতারের পর একটি রেস্টুরেন্টে মানুষ খেতে গিয়েছে। সেখানে আমাদের সন্তানরা গিয়ে সন্ত্রাস করে জিম্মি করে তাদেরকে হত্যা করেছে। আমরা কোন দিকে ধাবিত হচ্ছি জানি না। আমাদের যাত্রার গন্তব্য কোথায়?

অভিভাবকদের উদ্দেশ্যে এই শিক্ষাবিদ বলেন, সন্তানদেরকে ভাল পরামর্শ দিন, মানুষকে তার মানবিক যে গুনাবলি, সেটা যেন তার মধ্যে বিকশিত হয়, সে লক্ষ্যে কাজ করুন। অন্যথায় এত আয়োজন, আপনার ইমারত-বিল্ডিং এটা চিরস্থায়ী নয়। আপনি চলে যাবেন, রেখে যাবেন এমন একটি সমাজ। যে সমাজে আপনার সন্তান সুখে আছে- এই চিন্তা নিয়ে কাজ করুন।

রাঙ্গুনিয়ার পদুয়ার বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি বলেন, সম্মান প্রদর্শনের জন্য এখানে আসতে হয়েছে। একজন বলিষ্ট লোক, তাকে আপনারা নেতৃত্ব দিয়েছেন। নিশ্চয় তার যোগ্যতা আছে। আমি অন্ধভাবে সেটা বিশ্বাস করেছি। আপনারা নবনির্বাচিত চেয়ারম্যানকে সম্মান প্রদর্শনের জন্য সারাদিন রোজা রেখে অনুষ্ঠানে এসেছেন- নিশ্চয় এটার গুরুত্ব আছে। আমি সেটা অনুধাবন করি।

পদুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও ওমান বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি শাহাদাত হোসেন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠানে এলাকাবাসীর উদ্দেশ্যে ডেনমার্ক আওয়ামী লীগের সভাপতি বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আপনারা প্রিয় মানুষ গোলাম নবী তালুকদারকে বিনা প্রতিদ্ধন্ধিতায় চেয়ারম্যান নির্বাচিত করে যে সম্মান প্রদর্শন করেছেন তাতে সমাজ উপকৃত হবে।

ঢাকা মেডিকেল কলেজের সাবেক এই ছাত্র নেতা বলেন, আমাদের সমাজে আজকে বড় সমস্যা, যাদেরকে আমরা মানার কথা, যাদের পেছনে থাকার কথা, সেটা করছি না। অর্থাৎ সমাজের গণ্যমান্য মুরুব্বী যারা, তাদেরকে মানা, তাদের কথা শোনা, এটা আমরা করছি না। যুব সমাজ যদি এটা করে তাহলে তারা উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সাবেক পদুয়া ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাফর, নারিচ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাস্টার মনিরুজ্জামান।

উপস্থিত ছিলেন-খায়ের-জাহান স্মৃতি পরিষদের অন্যতম সংগঠক মোঃ নাছির উদ্দিন তালুকদার, পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল, পরিষদের উদ্যোক্তা মোঃ রুবেল, শওকত হোসেন তালুকদার ঢাবি রাঙ্গুনিয়া জোটের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সৌরভ, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print