
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ছাদ থেকে পড়ে মুহাম্মদ আল্লাদ (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ১০টা দিকে থানার সিমেন্ট ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত আল্লাদের বাড়ি সিলেটের হবিগঞ্জে। তার বাবার নাম মৃত আব্দুর রহমান।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুহাম্মদ জহির পাঠক ডট নিউজকে জানান, নির্মানাধীন একটি চারতলা ভবনে কাজ করার সময় তিনতলা থেকে পড়ে গুরুতর আহত হয় আল্লাদ। হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।