
চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৪০হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজন মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গতকাল বুধবার রাতে পশ্চিম ষোলশহরের সালেহ আহমদ চৌধুরী সড়কস্থ রাজধানী ভবন এর ৫ম তলায় পুলিশ এ অভিযান চালায়। এসময় গ্রেফতার করা হয় কর্ণফুলি থানার শিকলবাহা এলাকার মৃত মোঃ মাহামুদুল হক ছেলে মোঃ হাসান (৩০)কে।
অভিযানকালে মোঃ হাসান ভাই মো ইউসুফ (৪০) এবং জামাল উদ্দিন খোকা (৩৫)পালিয়ে যায় বলে ডিবি পুলিশ জানায়।
মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক মোঃ হাবিবুর রহমান পাঠক ডট নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুর উক্ত বাড়ীতে অভিযান চালালে বাড়ী থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় হাসান নামে একজনকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে জানায়, আপন ভাই মোঃ ইউসুফ ও জনৈক জামাল উদ্দিন খোকা যোগসাজসে টেকনাফ দিয়ে বার্মা হইতে অবৈধ পথে ইয়াবা এনে এই সাবলেট বাসায় মজুদ করে পরে শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রয় করে আসিতেছিল।
এ ব্যপারে পাঁচলাইশ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।