
চট্টগ্রামে ইনিস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স উদ্যোগে সাদার্ন ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের ১ম বারের মত একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুই দিন ব্যাপী এই সম্মেলনটি সাদার্ন ইউনিভার্সিটির মেহেদিবাগ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাদার্ন ইউনিভার্সিটির প্রফেসর ইঞ্জিনিয়ার এম আলি আশরাফ।
এসময় তিনি মেহেদিবাগে অনুষ্ঠিত হতে যাওয়া দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি নিয়ে সাংবাদিকদের কাছে বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, আগামী ১২-১৩ই জানুয়ারি তিনটি সেশনে ১১টি প্রকৌশলী বিষয়ের উপর ১ম বারের মত একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করছে সাদার্ন ইউনিভার্সিটি। দেশি বিদেশি ৪৪টি গবেষনা পত্রকে নির্বাচন করা হয়েছে যা এই সম্মেলনে পঠিত হতে যাচ্ছে। যা আমন্ত্রিত দেশি বিদেশি খ্যাতিমান শিক্ষাবিদ এবং প্রকৌশলী অতিথিদের মাধ্যমে উপস্থাপিত হবে।
সম্মেলনটির উদ্বোধনী অনুষ্ঠানে সাদার্ন ইউনিভার্সিটির প্রকৌশল বিভাগের উপদেষ্টা প্রফেসর ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আব্দুল মান্নান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাদার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. নুরুল মোস্তফা ও কোষাধক্ষ প্রফেসর সরোয়ার জাহান।
সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ প্রফেসর ড.আইনুন নিশাত এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাদার্ন ইউনিভার্সিটির উপাচার্য ড.নুরুল মোস্তফা, ইঞ্জিনিয়ার প্রবীর কুমার সেন ও প্রফেসর ড.শরিফুজ্জামান বলেও সংবাদ সম্মেলনে জানান তিনি।
এছাড়াও আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রফেসর সরোয়ার জাহান, অমৃতা দাশ, শরিফুজ্জামান ও রাজীব।