
যুক্তরাষ্ট্র দূতাবাস এবং ইউএসএইড বাংলাদেশ কর্মকর্তাদের সাথে মহানগর বিএনপির প্রতিনিধি দলের সাথে সৌজন্য স্বাক্ষাৎ আজ ১৩ জানুয়ারী সকাল ১১ টায় চট্টগ্রামস্থ ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল এর কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
এসময় যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তা এডওয়ার্ডো গার্সিয়া এবং ইউএসএইড বাংলাদেশ এর ডিরেক্টর থমাস পোপ এর সাথে চট্টগ্রাম মহানগর বিএনপির সহসভাপতি এডভোকেট মফিজুল হক ভূঁইয়া ও চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরীর সাথে সৌজন্য স্বাক্ষাতে মিলিত হন।
সৌজন্যে সাক্ষাতে দেশের বর্তমান পরিস্থিতি, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হয়। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র রিজিওয়ানাল কো-অর্ডিনেটর মো. সদরুল আমিন এবং ফেলো মো. ইরফানুল হক রকি। -প্রেসবিজ্ঞপ্তি