বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

জেলার বোয়ালথালী উপজেলার পূর্ব গোমদন্ডী মুফতি পাড়ায় আগুনে পুড়েছে দুই ঘর। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে বৈদ্যুতিক শট র্সাকিট থেকে এ অগ্নিকান্ডের সূচনা হয়। বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মঞ্জুরুল ইসলাম বলেন, পূর্ব গোমদন্ডী মুফতি পাড়ার নুরুল ইসলাম ও ইমদাদুলের কাচারী ঘরে আগুন লেগে ৪০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের তৎপরতায় ৩ লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করা গেছে।