
চট্টগ্রাম নগরীতে চেকপোস্টে তল্লাশির সময় পুলিশের উপর গুলির ঘটনায় এ লেভেলের একজন ছাত্রসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে এঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।
রবিবার ভোররাতে এঘটনায় খোকন চৌধুরী (২৪), আয়মান জিহাদ (২২) ও মাহিকে (১৮) কে গ্রেফতার করে পুলিশ। তবে ঘটনায় ব্যবহৃত অস্ত্রটি এখনও উদ্ধার করা যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ বলেন, পেশাদার ছিনতাইকারী খোকনই পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল। তাকে আনোয়ারা থেকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া আনোয়ারা থেকে এ লেভেলের ছাত্র আয়মান জিহাদ এবং এসএসসি পাস মাহিকে পাঁচলাইশ থানাধীন রহমান নগর থেকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে গতকাল শনিবার গ্রেফতার করা হয় এসএসসি পরীক্ষার্থীসহ তিন কিশোরকে। আটক কৃতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত। এবং কথিত বড়ভাই ছাত্রলীগ নেতার অস্ত্র দিয়ে পুলিশকে গুলি করেছে।
উল্লেখ্য, শুক্রবার বিকেলে নগরীর দুই নম্বর গেইট এলাকায় চেকপোস্টে তল্লাশির সময় কতপিয় যুবক পুলিশকে লক্ষ করে গুলি করে পালিয়ে যায়। এসময় পাঁচলাইশ থানার এএসআই আবদুল মালেক গুলিবিদ্ধ হয়।