
চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)তে শিবির করার অভিযোগ তুলে অপহরনের পর এক শিক্ষার্থীর নিকট লাখ টাকা চাঁদা দাবীর অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের একাংশের বিরুদ্ধে এমন অভিযোগ পাওয়া গেছে।
এরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরীর নওফেলের আস্থাভাজন সাবেক কমিটির যুগ্ম সম্পাদক আবু সাইদের অনুসারী বলে পরিচিত।
রবিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুর ২ টা ৪৫ মিনিটের সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারেরর সামনে চাঁদা দাবীর এ ঘটনা ঘটে।
অপহৃত শিক্ষার্থীর নাম মামদুদুর রহমান।তিনি ভাষা বিজ্ঞান ইনিস্টিটিউটের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,অপহৃত ওই শিক্ষার্থী দুপুর পৌনে তিনটার দিকে জিরো পয়েন্টে যাওয়ার জন্য কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে থেকে সিএনজিতে উঠেন। এসময় আবু সাঈদের এক অনুসারী কিছু কথা আছে বলে তাঁকে সিএনজি থেকে নামিয়ে নেয়।
পরবর্তীতে তাঁর মোবাইল থেকে কল করে পরিবারের কাছে এক লাখ টাকা দাবী করে।পরে পরিবারের পক্ষ থেকে বিকাশে পাঁচ হাজার টাকা পাঠালে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এখনো তার কোন হদিস মেলেনি।
এ বিষয়ে সাবেক কমিটির যুগ্ম সম্পাদকক আবু সাইদ বলেন,যারা শিক্ষার্থী অপহরন করে চাঁদাবাজি করেছে তারা আমার অনুসারী নয়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর লিটন মিত্র বলেন আমরা এ ধরনের একটা ঘটনার খবর পেয়েছি।বিষয়টি আমরা দেখছি।