
চট্টগ্রাম মহানগরীর একে খাঁন গেইট এলাকায় আগুনে পুড়ে গেছে মেডেলিয়ান ফার্নিচার নামে একটি ফার্নিচার শো রুম। আজ রবিবার রাত সাড়ে ১০টার দিকে আল-আমিন হাসপাতালের পার্শ্বে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে ফার্নিচার শো রুমের সামনে থাকা একটি প্রাইভেট কারও পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের ১১টি গাড়ি আগুন নিয়ন্ত্রণ করছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণে একে খান গেইট থেকে ইস্পাহানী রেল গেইট পর্যন্ত অন্তত ১ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।

হাজার হাজার উৎসূক মানুষের ভীড় লেগে যায়। এ কারণে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে অাকবর শাহ থানার পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে মানুষকে ধাওয়া ও লাঠি পেটা করে তাড়ানোর চেষ্টা করে বলে জানান প্রতক্ষ্যদশী হারুনুর রশীদ।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক জসিম উদ্দিন পাঠক ডট নিউজকে এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) কামাল উদ্দিন ভূঁইয়া জানান, রাত ৯টা ৪০ মিনিটে আগুনের সংবাদ পেয়ে নগরীর বিভিন্ন স্টেশন থেকে ১১টি গাড়ি গিয়ে প্রায় ১ঘন্টা চেষ্টার পর ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে একটি ফার্নিচার শো রুম ও পিছনে কারখানা পুড়ে গেলেও আমরা আগুন অন্য কোন জায়গায় ছড়াতে দেয়নি।
তবে আগুন কিভাবে লেগেছে বা এর ক্ষয়ক্ষতি কত তা এ মূর্হুতে বলা সম্ভব নয়।
এদিকে লিয়াকত আলী নামে একজন ব্যবসায়ি অভিযোগ করেন, ফায়ার সার্ভিসেকে খবর দেয়ার পরও তারা অনেক দেরীতে এসে পৌছে। তাদের কাছে পানি মারা ছাড়া আর কোন পদ্ধতি ছিল না। এ কারণে অনেক ক্ষতি হয়ে গেছে। তিনি বলেন, এ শো রুমে অনেক বিদেশী ইনপোর্ট করা ফার্নিচার ছিল। পুরো শো রুম পুড়ে গেছে।