
ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের পিকনিক এর একটি বাসে তল্লাশী চালিয়ে পাচারের সময় ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৭ এর একটি দল। এসময় বাসের ড্রাইভার, হেলপারসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার ভোরে চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন সিটি গেইটে এই তল্লাশি চালানো হয়। গ্রেফতারকৃতরা হলো,বাসের ড্রাইভার মোঃ আনোয়ার হোসেন (৪২),হেলপার মোঃ হাসান (৪২) ও সহকারি মোঃ শামছু মিয়া (২৭)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭এর মিডিয়া অফিসার এএসপি মিমতানুর রহমান পাঠক ডট নিউজকে বলেন, বাসে করে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমান মাদক কুমিল্লা থেকে কক্সবাজারে পাচার করছে এমন খবরের চেক পোষ্ট বসিয়ে অভিযান তল্লাশী শুরু করে। এর মধ্যে হানিফ পরিবহন এর একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১৫-২৩৬৫) গতিবিধি সন্দেহজনক হলে র্যাব সদস্যরা উক্ত বাসটিকে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি রাস্তার পাশে থামালে র্যাব সদস্যরা যাত্রী ও গাড়ী তল্লাশী করতে থাকে।
এ সময় বাসটির ড্রাইভার, হেলপার ও তাদের সহযোগীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্য এবং দেখানো মতে বাসটির পিছনের অংশে বাম পার্শ্বের সাইড বক্সের মধ্যে সুকৌশলে লুকানো অবস্থায় ১৯ কেজি গাঁজা উদ্ধারসহ উক্ত বাসটি জব্দ করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১ লক্ষ ৫২ হাজার টাকা এবং জব্দকৃত বাসের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।