
জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলামকে দলের ভারপ্রাপ্ত আমীরের দায়িত্ব দেয়া হয়েছে। আ ন ম শামসুল ইসলাম চট্টগ্রামের সন্তান। তিনি জামায়াতের চট্টগ্রামের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এবং সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানকে গেলো সোমবার পুলিশ গ্রেফতার করে। এর পরিপ্রেক্ষিতে দলের গঠনতন্ত্র অনুযায়ী সাবেক সাংসদ শামসুল ইসলামকে ভারপ্রাপ্ত আমির নিযুক্ত করা হয়েছে।
এদিকে, জামায়াতের ভারপ্রাপ্ত আমীর সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমানসহ ১০ নেতাকর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এবং অবিলম্বে তাদের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে দলটি।