t রাতভর নগরী চষে বেড়ায় ৬ ছিনতাইকারী চক্র! – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

রাতভর নগরী চষে বেড়ায় ৬ ছিনতাইকারী চক্র!

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

ওরা ৬ জন! সংঘবদ্ধ ছিনতাইকারী, দিনভর যাত্রীবেশে রিক্সা নিয়ে নগরীতে ঘুরে বেড়ায়।  আর টার্গেট করে েসুযোগ বুঝে মেতে উঠে ছিনতাইয়ের কাজে।  লুটে নিয়ে যায় মানুষের মূল্যবান মালামাল।

অাজ রবিবার এ চক্রের এক সদস্যকে অাটকের পরে পুলিশ পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারী সন্ধ্যানে নেমেছে।  আটক এ সদস্যের নাম মো.শফিক (৪০)।সে বাঁশখালী উপজেলার প্রেমাশিয়া, পানি উন্নয়ন বোর্ড, ১নং সুইস গেইট এলাকার মৃত আলী আহম্মদের ছেলে।  আটকের পর শফিক পুলিশের কাছে তার সহযোগিতের নাম পরিচয় প্রকাশ করেছে।

বিষয়টি নিশ্চিত করে সিএমপির  অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) শাহ মোহাম্মদ আবদুর রউফ পাঠক ডট নিউজকে বলেন, ৫ সহযোগিতে নিয়ে দিনভর নগরীতে রিকশা নিয়ে চষে বেড়ায় শফিক। সুযোগ বুঝে তারা পথচারী বা রিকশা যাত্রীদের কাছ থেকে মোবাইল নগদ টাকা ও অন্যান্য মালামাল হাতিয়ে নিতো।  এ দলে আরো যারা (পলাতক) রয়েছে তারা হলো-মো.ইউনুস, মো.ইদ্রিস, মো.মফিজ, বদি আলম ও মো.হামিদ।

একটি ছিনতায়ের ঘটনার সুত্র ধরে অভিযান চালিয়ে রবিবার ছিনতাইকারী চক্রের নেতা শফিককে আটক করা হয়েছে।

তিনি বলেন-২৫ মার্চ সদরঘাট থানার জনৈক মাহাতাব উদ্দিন  জব্বার আলী সওদাগরের বাসায় ফেরার পথে রাত ১০টার দিকে মোঃ শফিক(৪০) সহ তাহার পলাতক সহযোগীরা ভিকটিমের রিক্সা পথরোধ করে পলাতক মফিজ সামনে, ইউনুছ বামে, ইদ্রিস ডানে এবং শফিক রিক্সার উপর উঠে ধারালো ছোরা দিয়া ভয়ভীতি দেখিয়ে ৪০ হাজার টাকা, ২টি মোবাইল সেট, মানিব্যাগ, ক্রেডিটকার্ড নিয়ে যায়।

এ ব্যাপারে মামলা হওয়ার পর তা তদন্ত করতে গিয়ে শফিককে গ্রেফতার করা হয়।  পরে সে পুলিশের কাছে স্বীকার করেছে তারা ৬ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারীর দল। তাদের পূর্ব পরিচিত ২টি রিক্সা সহ ২জন ড্রাইভার আছে।  প্রতি রিক্সায় ২জন করে উঠে, প্রতিদিন সন্ধ্যা ৭টা হতে ভোর ৫টা পর্যন্ত গোটা শহরের ঘুরে ঘুরে রিক্সার যাত্রীদের সব কেড়ে নিয়ে ফেলে।  তারা বিশেষ করে নেভাল রোড, সার্সন রোড, ফিরিঙ্গি বাজার, আইস ফ্যাক্টরী রোড, মেরিন ড্রাইভ রোড, তাদের পছন্দ।  প্রথমে তারা রিক্সার গতিরোধ করে এরপর রিক্সার যাত্রী ১জন থাকলে ছিনতাইকারীদের ১জন যাত্রীর পাশে বসে কোমরে থাকা খেলানার পিস্তল দেখায়, অপর ৩জন যাত্রীর রিক্সার পার্শ্বে দাঁড়ায়।  তখন যাত্রীর নিকট হতে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেয়।

তারা জানায়, অসংখ্য ছিনতাই করেছে এবং তারা সবাই সিএমপি’র বিভিন্ন থানায় গ্রেফতার হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী এই চক্রের তথ্য পাওয়া গেছে।  তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।বলে সদরঘাট থানা পুলিশ জানায়।

 

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print