
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অভিযান চালিয়ে পুলিশ ১৮৯ বোতল বিদেশী বিয়ার উদ্ধার ও দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে। রবিবার বিকালে উপজেলার রায়পুর ইউনিয়নের গহিরা এলাকা থেকে গ্রেফতার করা দুই মাদক ব্যবসায়ীরা হলেন- রুবেল (২৬) ও মিনহাজ উদ্দিন (১৮)।
অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারা থানার ওসি (তদন্ত ) মাহবুব মিল্কি ও এ এস আই রেজাউল করিম মামুন।
এ এস আই রেজাউল করিম মামুন পাঠক ডট নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকালে গহিরা এলাকা অভিযান পরিচালনা করে একটি বসত ঘর থেকে ১৮৯ বোতল বিদেশী বিয়ার উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
