
চট্টগ্রাম মহানগরী চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক এলাকায় অভিযান পরিচালনা করে একটি যাত্রীবাহী লেগুনা গাড়ী তল্লাশী চালিয়ে ৭৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পাচারের সাথে জড়িত মোঃ জাফর আলম (৩১) নামে একজনকে গ্রেফতার এবং গাড়িটি জব্দ করেছে।
গতকাল রবিবার রাত পৌনে ১১টার দিকে মইজ্জ্যারটেকস্থ ক্যাফে আল মক্কা হোটেল এন্ড রেষ্টুরেন্ট এর সামনে এ অভিযান চালানো হয়।
উদ্ধার করা ইয়াবার মূল্য ২ কোটি ২২ লাখ টাবা বলে জানায় ডিবি কর্মকর্তারা।

মহানগর গোয়েন্দা বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) আসিফ মহিউদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন- গোপন খবরের ভিক্তিতে ইয়াবার একটি চালান টেকনাফ থেকে চট্টগ্রামে আসছে জানতে পেরে ডিবির বিশেষ টিমটি অভিযানে নামে। এবং নগরীতে প্রবেশের আগেই কর্ণফুলীর মইজ্জ্যারটেক এলাকায় এ অভিযান চালানো হয়। এসময় ইয়াবাসহ লেগুনা গাড়ি জব্দ করে পাচারকারী মোঃ জাফর আলমকে গ্রেফতার করা হয়। তিনি টেকনাফ উপজেলার রঙ্গীখালী গ্রামের মৃত শফিকুর রহমানের পুত্র।
এদিকে অভিযান নিয়ে আজ সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর পুলিশ সংবাদ সম্মেলন করেছে মহানগন পুলিশ, সিএমপি।
সংবাদ সম্মেলনে চট্টগাম নগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (বন্দর) মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রতিদিনই নতুন নতুন কৌশলে ইয়াবা পাচার হচ্ছে। তবে পুলিশের কাছে তাদের সকল কৌশল ব্যর্থ হচ্ছে বলে দাবী করেন তিনি।

সিএমপি কার্যালয়ে দুপুরে উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, মিয়ারমার থেকে টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে ইয়াবার চালান। ইয়াবাসহ গ্রেফতার করা মালয়েশিয়া ফেরত ইয়াবা পাচারকারী জাফর আলমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সাথে জড়িত একটি সিণ্ডিকেট। এ চক্রের সবাইকে গ্রেফতারে চেষ্টা চলছে।
তিনি বলেন, ইয়াবা পাচারের জন্য মাছের ট্রাক, খালি ট্রাক, কাভার্ড ভ্যান, সরকারী স্টিকার লাগানো পাজেরো গাড়ি ব্যবহার করছে ইয়াবা পাচারকারীরা। সর্বশেষ লেগুনার মতো যাত্রীবাহী পরিবহনও ব্যবহার করছে তারা। পুলিশে তৎপরতায় ইয়াবা পাচারকারীদের সকল কৌশল বিফলে যাচ্ছে। তবে এতদিন পর্যন্ত ইয়াবা পাচারকারীদের ধরতে পারলেও মূলহোতাদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে বলে জানান তিনি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ২ কোটি ২২ লক্ষ টাকা।