
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের বোয়ালখালীতে বুদ্ধি প্রতিবন্ধী জিকু ঘোষকে ঘরে রেখে মা গিয়েছিলেন বাড়ির পাশের মন্দিরে। গত ২৩ মার্চ শুক্রবার দুপুরে জিকুর বসত ঘরে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুন লাগে। দগ্ধ হয় জিকু ঘোষ। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গতকাল মঙ্গলবার (৩এপ্রিল) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিকু ঘোষ (২৮)। জিকু ঘোষ উপজেলার দক্ষিণ সারোয়াতলীর ঘোষপাড়ায় মৃত নারায়ণ ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বলেন, জিকু ঘোষকে মঙ্গলবার রাতে নিজ বাড়ির পারিবারিক শশ্মানে শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ শামীম উজ্জামান বলেন, ২৩ মার্চ বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়ে মৃত নারায়ণ ঘোষের তিনটি সেমিপাকা কক্ষ পুড়ে যায়। আগুনে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।