চট্টগ্রাম মহানগরীর আমবাগান এলাকায় একটি শিল্প প্রতিষ্ঠানের ৮ লাখ ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে আবুল খায়ের গ্রুপের পরিবেশকের কাছ থেকে এ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অভিযোগ পেয়ে ।খুলশি থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালালেও টাকা উদ্ধার কিংবা কাউকে আটক করতে পারেনি।
খুলশি থানার এস আই এরশাদ হোসেন অভিযোগ স্বীকার করে বলেন- একটি ছিনতায়ের থবর পেয়ে পুলিশ ঘটনাস্থল আমবাগান এলাকায় তল্লাশী চালায়। কাউকে আটক করা যায়নি। অভিযান অব্যাহত আছে।
আবুল খায়ের গ্রুপের পরিবেশক হোসাইন পারভেজ জানান, বেলা সোয়া ১১টার দিকে অফিস থেকে ম্যানেজার ৮ লাখ ৪০ হাজার টাকা একটি ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাওয়ার সময় অফিসের কাছে একটি মোটরসাইকেল নিয়ে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ম্যানেজারের গায়ে অস্ত্র ঠেকিয়ে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার সাথে সাথে ম্যানেজার অফিসে এসে জানালে স্থানীয় খুলশি থানাকে জানানো হয়। পুলিশের দুটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। তবে ছিনতাইকারীদের কাউকে আটক করা যায়নি।