t কর্ণফুলী রক্ষায় হাইকোর্টের রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

কর্ণফুলী রক্ষায় হাইকোর্টের রায় অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

কর্ণফুলী দখল দূষণমুক্ত করতে তিনব্যাপী সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার দ্বিতীয় দিন সাম্পান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টায় নগরীর অভয়মিত্র ঘাট থেকে শুরু হওয়া শোভাযাত্রা বন্দর মোহনা হয়ে অভয়মিত্র ঘাটে সমাপ্ত হয়। শোভাযাত্রায় তিনশতাধিক সাম্পান মাঝি তাদের সাম্পান নিয়ে সম্পৃক্ত হয়।

শোভাযাত্রাকালীন আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সিএমপি পুলিশ কমিশনার (চলতি দায়িত্ব) মাসুদ উল হাসান বলেন, নদী মাতৃক দেশ হিসাবে বাংলাদেশকে পুরো পৃথিবী জানে। তাই আমাদের কর্ণফুলীর মতো গুরুত্বপূর্ণ নদী দখল দুষণ মুক্ত করতে আরো সক্রিয় হতে হবে। কর্ণফুলী দখল দূষণের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তার সাথে সাথে প্রতিরোধ করতে সিএমপি এর পক্ষ থেকে সর্বাত্বক সহযোগিতা করবে।

কর্ণফুলী নদী বিশেষজ্ঞ অধ্যাপক ইদ্রিচ আলী বলেন, কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচতে এই শ্লোগান এখন বৃহত্তর সামাজিক আন্দোলন। নদী ব্যবহারকারী বন্দরকে এই আন্দোলনের দাবী বাস্তবায়নে সক্রিয় হতে হবে। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশনা সত্ত্বেও কর্ণফুলী কেন দখলমুক্ত হচ্ছে না এর প্রতিত্তোর জেলা প্রশাসককে দিতে হবে।  আগামী এক মাসের মধ্যে হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করা না হলে আমরা লাগাতার আন্দোলন করবো।
সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলার প্রধান সমন্বয়ক চৌধুরী ফরিদ বলেন, কর্ণফুলীকে বাচানোর জন্য সাম্পান মাঝিরা আজ ঐক্যবদ্ধ। সাম্পান মাঝিদের এই আন্দোলকে সমর্থন দিয়ে কর্ণফুলী রক্ষায় প্রশাসনের এগিয়ে আসা উচিৎ।

.

চট্টগ্রাম আঞ্চলিক সংস্কৃতি একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান বলেন, একটি নদী রক্ষার জন্য শত শত সাম্পান মাঝিরা নিজেদের দৈনন্দিন কার্যক্রম বন্ধ করে একত্রিত হয়েছে। কর্ণফুলী রক্ষায় মাঝিরা বৈঠা হাতে নিয়েছে। কর্ণফুলী সঠিক শাসন করতে বন্দর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। অন্যথায় সামাজিক আন্দোলন অধিকারের আন্দোলনে রূপান্তরিত হবে।

সাম্পান শোভাযাত্রার উদ্বোধক ডায়মন্ড সিমেন্ট পরিচালক হায়দার আলী রণি বলেন, কর্ণফুলী রক্ষার এই সামাজিক আন্দোলনে আমরা সব সময় ছিলাম। আগামিতেও থাকবো। কর্ণফুলীর উভয় তীরে যে অবৈধ স্থাপনা তা উচ্ছেদ করতে কর্ণফুলীর নান্দনিক রূপ ফিরিয়ে আনার বিকল্প নাই।

সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদরঘাটা থানার অফিসার্স ইনচার্জ নেজাম উদ্দিন আহমেদ, কর্ণফুলী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশন উপদেষ্টা ইঞ্জিনিয়ার মির্জা মোহাম্মদ ইসমাইল, কেন্দ্রীয় যুবলীগ নেতা জাহেদুল আলম রাসেদ,কর্ণফুলী সাম্পান মাঝি কল্যান সমিতি ফেডারেশন সম্পাদক শাহ আলম, চরপাথরঘাটা সাম্পান মাঝি কল্যান সমিতির সভাপতি জাফর আহম্মদ, সাংবাদিক লায়ন মোর্শেদুর রহমান নয়ন প্রমুখ।

তিনদিন ব্যাপী অনুষ্ঠান মালা তৃতীয় দিন ১০ মে বৃহস্পতিবার বিকাল তিনটায় অভয়মিত্র ঘাট থেকে চরপাথরঘাটা সিডিএ মাঠ এলাকায় সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা অনুষ্ঠিত হবে।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print