
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগ বিষয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা। বুধবার দুপুরে নগরীর সার্কিট হাউস মিলনায়তনে এ সভার আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস।
এতে সহযোগিতা করে চট্টগ্রাম জেলা প্রশাসন। সভায় একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, ঘরে ঘরে বিদ্যুৎসহ প্রধানমন্ত্রীর ১০ টি উদ্যোগ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা সবাইকে অবহিত করেন।
এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো হাবিবুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম এমরান ভুইয়া, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের উপ পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন, স্থানীয় সরকারের উপ পরিচালক ইয়াসমিন পারভিন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়সারসহ সরকারের বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা ও গনমাধ্যম কর্মীরা অংশ নেয়।
মতবিনিময় সভায় কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ১০ টি বিশেষ উদ্যোগে বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে বিশেষ ভুমিকা রাখবে। এ প্রকল্পগুলোর মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান পাবে গ্রাম গঞ্জের হত দরিদ্র মানুষ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্যোগের মধ্যে রয়েছে, একটি বাড়ি একটি খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ ও পরিবেশ সুরক্ষা।