
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, রমজান আসার সাথে সাথে দ্রব্যের মূল্য হু হু করে বেড়ে যায়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য এখন লাগামহীন। পেঁয়াজ, রসুন, তেল এবং লবনের দাম আন্তর্জাতিক বাজারে কম হলেও আমাদের দেশে অনেক বেশি। সরকারের দুর্নীতি লুটপাটের কারণে এ সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি হচ্ছে। রমজান মাসে পানি, বিদ্যুৎ, গ্যাস নিরবিচ্ছিন্নভাবে সরবরাহ করতে হবে এবং প্রযয়োজনে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
তিনি আজ ১৬ই মে সকালে ফিরিঙ্গি বাজার নগর কমিউনিটি সেন্টারে বিশিষ্ট ব্যবসায়ী ও কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সৌজন্যে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ কালে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, যাকাত গরীবের অধিকার, করুণা নয়। রমজান মাসে গরীব অসহায় দুস্থদের পাশে সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, এই সরকার এই সরকার একটি ব্যর্থ সরকার। জনগনের কল্যানে কোন কাজ না করে ক্ষমতাকে আগলে রেখেছে। এর মাশুল সরকারকে দিতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, জাকির হোসেন এর সৌজন্যে ইফতার ও সেহরীর সামগ্রী বিতরণ করা হচ্ছে এইটা একটি মহৎ উদ্যোগ। আগামীতে এই ধারা অব্যাহত থাকার আহ্বান জানান।
বিশিষ্ট ব্যবসায়ী ও কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর বিএনপি’র যুগ্ন সম্পাদক ইয়াছিন চৌধুরী লিটন, কোতয়ালী থানা বিএনপি’র সভাপতি মনজুর রহমান চৌধুরী, সাবেক কমিশনার আব্দুর রহিম, ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির সভাপতি আকতার খান, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান রিপন, ওয়ার্ড বিএনপি নেতা কাসেম সওদাগর, সোহেল ওসমান মামুন, মোহাম্মদ ইদ্রিস, শফিকুল ইসলাম, জাহেদ আহমদ, আব্দুর রশিদ, মোহাম্মদ ইসহাক, মোঃ সৈয়দ, মোঃ শফি সওদাগর, আব্দুর রাজ্জাক, মহিলা দল নেত্রী মনোয়ারা বাবুল, গুলনাহার, মো.ওয়াসিম, ইমরান সিদ্দিকী জ্যাকসন প্রমুখ।
উল্লেখ্য এক হাজার গরিব দুস্থদের মাঝে ইফতার চাল, চনা, চিড়া, তেল চিনি সামগ্রী বিতরণ করা হয়।