
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বির্তকিত শিল্প প্রতিষ্ঠান কবির স্টিল লি. (কেএসআরএম) এর বিরুদ্ধে সরকারী রাস্তা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকার বিক্ষুব্ধ গ্রামবাসী মানববন্ধন পালন করেছে।
বাড়বকুন্ডের নতুনপাড়া, চৌধুরী পাড়া, ভোলাইপাড়া গ্রামের প্রায় কয়েকশত লোক তাদের জীবিকার পথ বন্ধ ও যত্নের অভাবে তাদের পাহাড়স্থ বাগান ও কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষতির প্রতিবাদে বুধবার বিকালে আনোয়ারা জুট মিলস গেইটের সামনে উক্ত মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা বলেন, সীতাকুণ্ড উপজেলার বাড়বকুন্ডস্থ সাবেক আনোয়ার জুট মিলস গেইটের পাশ দিয়ে কয়েকটি ওয়ার্ডের বাসিন্দারা রাজা আম্বিয়া ঢালা রাস্তার সরকারী রাস্তা দিয়ে পাহাড়ে যেত। স্থানীয় প্রায় হাজারো মানুষ তাদের জীবিকা অন্বেষনে নিকটস্থ পাহাড়ের ভূমিতে তরিতরকারি-শাকসবজি জুম চাষ কৃষি ও ফলজ বাগানের চাষাবাদ করে আসছে।
অতিসম্প্রতি আনোয়ারা জুট মিলসটি কেএসআরএম (স্টীল মিল) ক্রয় করে উক্ত জনসাধরনের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। ফলে এলাকার কয়েক হাজার মানুষের জীবন জীবিকার পথ বন্ধ হয়ে যায়। রাস্তাটি গেইট দিয়ে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে ও খুলে দেওয়ার দাবী জানান গ্রামের বাসিন্দা রা।

জঙ্গল কাঠগড় রাজা আম্বিয়া ঢালা পাহাড়ী বাগান ও কৃষি উৎপাদন ফলজ বাগান মালিক সমিতি ব্যানারে অনুষ্ঠিত এই মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো: জয়নাল আবেদিন ভূঁইয়া।
সাধারন সম্পাদক এ.কে.এম. নেওয়াজের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, আবদুল মজিদ, আলহাজ্ব কাজী মো: ইসহাক, মো: মহিউদ্দিন, মো: শফিকুল ইসলাম, মো: হানিফ প্রমুখ।
বক্তরা এক সপ্তাহের মধ্যে রাস্তার উপর থেকে গেইট সরিয়ে না নিলে এলাকার নারী-পুরুষসহ সর্বস্তরের জনগন নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ দিতে বাধ্য হবে। ইতিপূর্বে উক্ত সমিতি চট্টগ্রাম জেলা প্রশাসক, বন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা পুলিশ, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা, সীতাকুণ্ড সহাকারী কমিশনার (ভূমি), অতি: পুলিশ সুপার সার্কেল, সীতাকুণ্ড মডেল থানা, সীতাকুণ্ড থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও স্থানীয় চেয়ারম্যান বরাবর স্মারক লিপি প্রদান করেন। পরে গ্রামবাসীরা মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করে।