ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চট্টগ্রামে ইলিয়াস ব্রাদার্স ও অগ্রণী ব্যাংকের ১১ কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের মামলা

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

অগ্রণী ব্যাংকের ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দেশের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী গ্রুপ ইলিয়াছ ব্রাদার্সে বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অাজ বুধবার (১৬ মে) বিকালে দুদকের উপ-পরিচালক সামছুল আলম বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন।  (মামলা নং-২৭)

ডবলমুরিং থানার ওসি মহিউদ্দিন সেলিম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলায় অগ্রণী ব্যাংকের কয়েকজন কর্মকর্তাকেও আসামী করা হয়েছে।

মামলার আসামী হলেন, মোহাম্মদ ইলিয়াস ব্রাদার্স (প্রা.) লিমিটেড এর চেরয়ারম্যান মো: নূরুল আবছার (৪৯), ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামশুল আলম (৫০), পরিচালক মো: নূরুল আলম (৪২), পরিচালক জয়নাব বেগম (৬৪), পরিচালক কামরুন্নাহার বেগম (৪২), পরিচালক তাহমিনা বেগম (৩৪), সাবেক উপ-মহাব্যবস্থাপক মো: নূরুল আমিন (৫৬), সাবেক সহকারী মহাব্যবস্থাপক মো: জোনায়েদ বোগদাদী (৬১), সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার উদয় কুমার বিশ্বাস(৬৩), প্রিন্সিপাল অফিসার/ম্যানেজার মো: শাহজাদুল আলম (৪৯) ও সাবেক সহকারী মহাব্যবস্থাপক ইয়াসিন ফারুকী(৫৬)।

মামলায় অভিযোগ আনা হয়, অভিযুক্তরা আমদানিকৃত মালামালের ওপর নিবিড় তদারকি ও স্টক পরিদর্শন করেনি। ঋণ মঞ্জুরীর শর্তানুযায়ী ঋণের ব্যবহার নিশ্চিতকরণের দায়িত্ব ব্যাংকের নিয়ম অনুযায়ী শাখা ব্যবস্থাপক ও শাখার কর্মকর্তাদের দায়িত্ব থাকা ছিল। তা সত্ত্বেও ব্যাংক বিধি অনুযায়ী উল্লিখিত ব্যাংক কর্মকর্তারা ঋণ আদায় করেননি।

এমনকি মোহাম্মদ ইলিয়াছ ব্রাদার্স (প্রা:) লিমিটেডের পরিচালকরা ব্যাংকের অর্থায়নে ইন্দোনেশিয়া থেকে অপরিশোধিত ( ক্রুড) পাম অয়েল আমদানি করে এবং আমদানিকৃত পণ্য বিক্রয় করার পরও ব্যাংকের অর্থ পরিশোধ না করে ৩ টিটিআর ঋণ বাবদ যথাক্রমে ৪৫ কোটি ৫৯ লাখ টাকা, ৪৬ কোটি ৪৯ লাখ ২৮ হাজার টাকা এবং ৬৩ কোটি ৩৬লাখ ২৫ হাজার টাকা অর্থাৎ সর্বমোট ১৫৫ কোটি ৪৪ লাখ ৫৩ হাজার টাকা আত্মসাৎ করেছেন।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print