চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকায় মোটরসাইকেল ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাহেদ অালী (২২) নামে এক মোটরসাইকেল অারোহী যুবক নিহত ও আরো দুইজন আহত হয়েছেন।
অাজ বুধবার দিবাগত রাতে সাড়ে ১১ টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। নিহত সাহেদ আলী ফটিকছড়ি পৌরসভাধীন রাঙ্গামাটিয়া গ্রামের জহুর অালমের পুত্র। সে ফটিকছড়ি বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র ছিল।
এ ঘটনায় অারো দুইজন গুরতর অাহত হয়েছেন। তারা হলেন-একই গ্রামের রায়হান (১৮), পিতা-দুলাল। অপরজন সুন্দরপুরের মাহমুদুল হাসানের পুত্র ফোরকান (২৫)।
নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মুজিব জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাটহাজারী বাজার থেকে শপিং করে নাজিরহাটের দিকে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তিন বন্ধু। তাদের মোটরসাইকেল সৈয়দ কোম্পানি এলাকায় এলে বিপরীত দিক থেকে অাসা ট্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের ধাক্কায় ৩ জনই রাস্তায় ছিটকে পড়ে।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকৎসক জয়নাল অাবেদিন মুহুরী সাহেদ অালীকে মৃত ঘোষণা করেন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতলে প্রেরণ করা হয়।