
চট্টগ্রাম মহনগরীর পলোগ্রাউন্ড এলাকায় র্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে একজন নিহত হয়েছে। নিহত মোহাম্মদ ইসহাক (৩৭) যুবদলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন বলে জানাগেছে। র্যাব ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা ট্যাবলেট, গুলি কাতুর্জসহ একটি ওয়ান শ্যূটারগান উদ্ধার করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে এ বন্দুক যুদ্ধে ঘটনা ঘটেছে বলে পাঠক ডট নিউজকে জানায়, র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মিমতানুর রহমান।
তিনি জানান, রাতে মাদকের বিরুদ্ধে অভিযানে গেলে টাইগারপাস পলোগ্রাউন্ড এলাকায় র্যাবকে লক্ষ্য করে গুলি চালায় দুস্কৃতকারীরা। র্যাবও আত্মরক্ষার্থে গুলি চালালে তারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে একজনের লাশ পাওয়া যায়। ডবলমুরিং থানা পুলিশ তাকে মাদক ব্যবসায়ী ইসহাক বলে চিহ্নত করেছে। পুলিশ বলেছে তার বিরুদ্ধে ৯টি মাদকের মামলা, কয়েকটি হত্যা মামলাসহ মোট ১৯টি মামলা রয়েছে।
নিহত মো. ইসহাক নগরীর কোতোয়ালী থানাধীন ৩৮ নং লাভলেইন ন্যাশনাল প্রাইমারী স্কুল সংলগ্ন মোহাম্মদ আলীর ছেলে। তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রে জানাগেছে, নিহত মোহাম্মদ ওমর ফারুক প্রকাশ ইসহাক নগরীর লাভ লেইন ঝাউতলা যুবদলের নেতা ছিলেন। তবে কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।