
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৭ জন।
নিহতরা হলেন-আবদুর রাজ্জাক (৩৫) এবং নাসরিন সুলতানা (২৮)।
আহতরা হলেন-শামসুল আলম (৩৫), রাফি মির্জা (৩০), অরুণ দাশ (২৮), টিপু (২৮), আকরাম (২৫), ইসমাইল (৪২) ও বিল্লাল (৩৩)।
আজ শনিবার (৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সাতকানিয়া উপজেলার কেরানিহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করে দোহাজারী থানার হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান বলেন, কক্সবাজারগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাস ও চট্টগ্রামমূখী একটি হাইচ মাইক্রো বাস এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থল দুইজন নিহত হয়। আহত অবস্থায় সাতজন যাত্রীকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।