
দুস্থ ও সুবিধা বঞ্চিত দেড় হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগত অর্থ বিতরণ করেছেন আলহাজ্ব আব্দুর রশিদ ফাউন্ডেশন। শুক্রবার (৮জুন) বিকেলে কাশিপুর ফাযিল মাদ্রাসার মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে তা বিতরণ করা হয়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সামিন ডেভেলপমেন্টের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মো: বোরহান উদ্দিনের সভাপতিত্বে নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার ৪নং বারগাঁও ইউনিয়নে সুবিধা বঞ্চিত অসহায় মানুষের মাঝে ঈদসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন তমা গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া (মানিক)।
ইউনিয়ন পরিষদের সদস্য ওমর ফারুক ভূইঁয়ার সঞ্চলনায় ফাউন্ডেশনের সেক্রেটারি ইরফান উদ্দিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫নং অম্বরনগর ইউনিয়নের চেয়ারম্যান আক্তার হোসেন দুলু, সাবেক চেয়ারম্যান আবদুর রাজ্জাক দুলাল, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, আমির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম স্বপন, অম্বরনগর উচ্চ বিদ্যালয়ের সভাপতি হাজী জাহানুর আলম, বাঁরগাও ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি শামসুল আলম, সামিন ডেভেলপমেন্টস লি: এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জহির উদ্দিন, সমাজ সেবক ব খোরশেদ আলম, চৌমুহনী সরকারি এস এ কলেজের প্রভাষক সফিকুল ইসলাম প্রমুখ। – প্রেসবিজ্ঞপ্তি