
পবিত্র রমজান উপলক্ষে চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি(সিআইইউ)র অডিটোরিয়াম হলে-রমজানের তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিআইইউ বিজনেস স্কুলের ৪ টি মুলস্তম্ভ-চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বিজনেস স্টুডেন্টস সোসাইটি (সিআইইউ বিএসএস), ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব (সিআইইউ ), ফিনান্স ক্লাব , এইচআরএম সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত এই মাহফিলে বক্তব্য রাখেন সিআইইউ’র বিজনেস স্কুলের ডীন ডঃ নুরুল আবসার নাহিদ, প্রফেসর সাইদ হাসান, প্রফেসর কামরুদ্দিন পারভেজ, প্রফেসর মোসলেহ উদ্দিন খালেদ সহ বিজনেস ক্লাবের শিক্ষার্থীরা।
ইফতার মাহফিলে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।