
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
সীতাকুণ্ডে প্রাইভেট কার-ট্রাক সংঘর্ষে তিনজন আহত হয়েছে। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (৯ জুন) দুপুর তিনটার দিকে উপজেলার জোরআমতল এলাকার রয়েল সিমেন্ট ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে। জানাযায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইউটানের মুখে ঢাকামূখী একটি দ্রুতগামী ট্রাক চট্টগ্রামমূখী একটি প্রাইভেট কারকে চাপা দেয়। এসময় কারে থাকা ড্রাইভারসহ তিনজন আহত হয়।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস টিম আহতদের উদ্ধার করে। তাদের মধ্যে দুইজনের অবস্থ্যা আশংকাজনক বলে জানা গেছে। কারকে চাপা দিয়ে ট্রাকটি পালিয়ে যাওয়ায় আটক করা যায়নি বলে জানান কুমিরা হাইওয়ে পুলিশ ফাড়িঁর এসআই করিম।
তাৎক্ষনিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এদিকে আজ সকালে ভাটিয়ারীর বানুরবজার এলাকায় কাভার্টভ্যানের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আরএফএল এর এক এসআর নিহত হয়। এতে আহত হয় আরো একজন। এ নিয়ে সীতাকুণ্ডে পৃথক দুই সড়ক দূর্ঘটনয় নিহত ১ আহত হয় ৪ জন।