
জাতীয়তাবাদী যুবদল কোতোয়ালী থানা শাখার উদ্যোগে চট্টগ্রাম মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষনা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুতলান সালাউদ্দিন টুকু, চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্করকে অভিনন্দন জানিয়ে স্বতঃস্ফূর্ত র্যালী অনুষ্ঠিত হয়।
আজ শনিবার বিকালে নগরীর কাজীর দেউড়ি কাঁচাবাজার থেকে এ র্যালী শুরু হয়ে জামাল খাঁন এর মোড়ে এসে সংক্ষিপ্ত পথসভার মধ্যে দিয়ে শেষ হয়।
এই সময় র্যালীতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা যুবদল নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ আমিন উল্লাহ, মোঃ সালাউদ্দিন, মোঃ ইদ্রিস, মোঃ জসিম উদ্দিন সাগর, মোঃ ওয়াসিম, জেকসন, মোঃ খলিল, মোঃ টিপু, আবুল, রবি, হামিদ, হাশেম, বাচ্চু, মিঠুন, বাছা, বাদশা, রুবেল, রাজু, সাকিব, বাহাদুর, জালাল মোঃ রানা, মোঃ সোহেল প্রমুখ।
র্যালী শেষে বক্তারা বলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত করতে জনসাধারণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। এই স্বৈরাচরী সরকার দেশনেত্রীকে অন্যায়ভাবে, ক্ষমতার জোরে বন্ধি করে রেখেছে। ঈদের পর সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করা হবে। দেশে আজ আইনের শাসন নেই আছে আওয়ামী দুর্শাসন। এই দুর্শাসন থেকে মুক্তির উপায় হল ঐক্যবদ্ধ আন্দোলন। তাই জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। যার মাধ্যমে জনগণ নির্বিধায় ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত পাবে, আর জনগণের ক্ষমতা অর্জিত হবে।