
চট্টগ্রাম রেলের টিকিট কালোবাজারী অভিযোগে পুলিশ ৪জনকে আটক করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯টি বিভিন্ন ট্রেনের টিকেট। গতকাল মঙ্গলবার রাতে রেল স্টেশনের কাছে নিউ মার্কেট এলাকা থেকে অভিযান চালয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- মোঃ শাহ আলম (৪৮), প্রদীপ পাল (৪০), মোঃ শাহ আলম প্রকাশ জামাই শাহ আলম (৩৬), মোঃ দেলোয়ার হোসেন প্রকাশ হাসান (৩৮)।
সিএমপির অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পিআর) অলক বিশ্বাস পাঠক ডট নিউজ জানান, আটককৃতদের কাছ থেকে সোনার বাংলা, তূর্ণা একপ্রেস, সুবর্ণ এক্সপ্রেস ও মহানগর গোধূলী ট্রেনের ১৯টি টিকেট উদ্ধার করা হয়। এই ১৯টি টিকেটে বিভিন্ন তারিখের মোট ৪৩টি আসন বরাদ্দ ছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা টিকেট গুলো রেলওয়ের বিভিন্ন কর্মচারীদের মাধ্যমে সংগ্রহ করিয়াছে এবং নির্দিষ্ট মূল্যের চেয়ে অধিক মূল্য বিক্রয় করে থাকে মর্মে স্বীকার করে। পালাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উল্লেখিত ঘটনার বিষয়ে কোতোয়ালী থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়।
				
								
								
								