
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার ফটিকছড়িতে মাটির ঘরের দেয়াল ধ্বসে ওয়াজ খাতুন (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৩ জুন) উপজেলার লেলাং ইউনিয়নের শাহনগর গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি উক্ত এলাকার হামিদ আলী মস্ত্রীর বাড়ির মৃত মোহাম্মদ সোলাইমান (প্রকাশ কালুর) স্ত্রী।
স্থাীয়রা জানায়, বন্যার পানিতে তাদের মাটির ঘরের দেওয়াল তার গায়ের উপর ধসে পড়েহাত, কোমর ও মাথায় গুরুতর আঘাত পায় ওয়াজ খাতুন।
আহত অবস্থায় তাকে পাশের ঘরে নিরাপদ স্থানে রাখলেও রাস্তাঘাটে প্রচুর বন্যার পানি থাকায় তার যাথাযথ চিকিৎসা নেওয়া সম্ভব হয়নি পরে সে
মৃত্যুবরণ করেন।
নিহত বৃদ্ধার দু’মেয়ে জানান, যখন বন্যার পানি বেড়ে যাচ্ছে তখন আমাদের মাকে নিরাপদ স্থানে সরে যেতে বললে তিনি বলেন আমি কোথায়ও যাব না, মরলে আমার স্বামীর ঘরে মরব। কিন্তু শেষ ইচ্ছে পূরণ হল না তার, পাশের আলমগীর হোসেনের ঘরে মৃত্যুবরণ করেন।