
চট্টগ্রামের বাঁশখালীতে ৭টি আগ্নেয়াস্ত্র সহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ১৩ জুন বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাাঁশখালী থানা পুলিশের একটি দল উপজেলার সরল বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করেছে।
গ্রেফতাকৃতরা হলেন-মৃত অজি উল্লাহ, উমর মাদু প্রকাশ মাইদ্যা (৪৫) সোলতান আহমদ এর ছেলে মোহাম্মদ আলী (৫০), তারা দুজন দক্ষিণ সরল ইউনিয়নের বাসিন্দা।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মহিউদ্দিন মাহমুদ সোহেল বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঁশখালী থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। জিজ্ঞাসাবাদে তারা ফিশিং বোটে ডাকাতি, জেলেদের মাছ ও জাল ছিনতাই, সাগরে মাছ ধরতে যাওয়া জেলেদের অপহরণ করে মুক্তিপণ আদায়সহ সম্পত্তি সংক্রান্ত বিভিন্ন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র¿গুলো মহেশখালী থেকে এনেছে মর্মে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানার মামলা নং-১৪, তাং-১৩/৬/২০১৮খ্রি: ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ রুজু করা হয়েছে।