ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

হালদাকে ‘জাতীয় নদী’ ঘোষণা করতে চিটাগাং চেম্বার সভাপতির আহবান

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চট্টগ্রামের হালদা নদীকে ‘জাতীয় নদী’ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর মূখ্য সচিব মো. নজিবুর রহমান’র প্রতি বিশেষ আহবান জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম।

অাজ ২৬ জুন এক পত্রের মাধ্যমে এ আহবান জানান তিনি।

পত্রে তিনি বলেন-দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হিসেবে স্মরণাতীত কাল থেকে চট্টগ্রামের হালদা নদীর গুরুত্ব অপরিসীম। রুই, কাতলা, মৃগেল ইত্যাদি ইন্ডিয়ান কার্প জাতীয় মাছের প্রাকৃতিক এই উৎস শত শত বছর ধরে বৃহত্তর জনগোষ্ঠির আমিষের যোগান দিয়ে আসছে। কয়েক হাজার মৎস্যজীবী হালদা থেকে ডিম ও পোনা সংগ্রহ করে তা বিক্রির মাধ্যমে নিজেদের জীবিকা নির্বাহ করে। এই পোনা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে বাঙালির মাছ-ভাতের সুপ্রাচীন ঐতিহ্য লালনের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে। হালদার কল্যাণে শত শত কোটি টাকার মৎস্য সম্পদ উৎপাদিত হয়। জাতীয় অর্থনীতিতে বছরে হালদার প্রত্যক্ষ অবদান প্রায় ৮শত কোটি টাকা এবং পরোক্ষ অবদান প্রায় ৪হাজার কোটি টাকা যা অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করে থাকে।

অতি সম্প্রতি পরিচালিত বিভিন্ন গবেষণায় হালদার প্রাকৃতিক প্রজনন পরিবেশের করুণ চিত্র ফুটে উঠেছে। বিভিন্ন কল কারখানার নিষ্কাশিত বর্জ্য, বালি উত্তোলন, নদী দখল, নালা-নর্দমার দূষিত পানির সংমিশ্রণ এবং নানাবিধ মনুষ্য সৃষ্ট দূষণের কারণে হালদার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। পর্যাপ্ত অক্সিজেনের অভাবে মাছের জীবন ধারণ দূরূহ হয়ে পড়ছে। যার ফলে মা-মাছ মরে ভেসে উঠার দৃশ্য এখন নিত্য ঘটনা। এ অবস্থা অব্যাহত থাকলে অচিরেই এই প্রকৃতি প্রদত্ত সম্পদ চিরতরে ধ্বংস হয়ে যাবে বলে চেম্বার সভাপতি পত্রে উল্লেখ করেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমান সরকার দেশের ঐতিহ্য সংরক্ষণে অনেক প্রকল্প ও কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করেছে যা প্রশংসনীয়। বর্তমান প্রেক্ষাপটে হালদা নদীকে রক্ষা করা জাতীয় স্বার্থে অত্যন্ত জরুরী। তাই দেশের বৃহৎ জনগোষ্ঠির আমিষ সরবরাহের উৎসস্থল নির্বিঘœ রাখার প্রয়োজনে হালদা নদী রক্ষায় এই নদীকে ‘জাতীয় নদী’ হিসেবে ঘোষণা করা এখন সময়ের দাবী বলে চেম্বার সভাপতি মনে করেন।

মাহবুবুল আলম অর্থনৈতিক গুরুত্ব ও ঐতিহ্য বিবেচনাপূর্বক পরিবেশ দূষণ, দখল ইত্যাদি অপ্রত্যাশিত ও নেতিবাচক প্রভাব থেকে দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র রক্ষায় হালদা নদীকে ‘জাতীয় নদী’ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর মূখ্য সচিবের নিকট বিশেষ অনুরোধ জানান।

সর্বশেষ

ঈদযাত্রা নিরাপদ করতে চট্টগ্রামে বিআরটিএ’র বিশেষ অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি

‘মানবিক করিডোর’ নিয়ে জাতিসংঘের সঙ্গে আলোচনা হয়নি: প্রেস সচিব

সিরিয়ার ঋণ শোধ করবে সৌদি-কাতার

ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গেজেট প্রকাশ

প্রথম চুয়েটের রিফাত আল ইব্রাহিম ⦿কেএসআরএম অ্যাওয়ার্ড পেলেন তিন ভবিষ্যৎ স্থপতি

ভারত-পাকিস্তান ইস্যুতে আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে চায় না বাংলাদেশঃ পররাষ্ট্র উপদেষ্টা

সন্ধ্যায় ওসমানী বিমানবন্দর থেকে প্রথমবারের মতো উড়াল দেবে কার্গো ফ্লাইট

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print