“গাছে গাছে সবুজ দেশ গড়বো মোরা আলোকিত বাংলাদেশ’’ -এ স্লোগানকে প্রতিপাদ্য করে আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম নগরীর একলাসুর রহমান স্কুলে বৃক্ষরোপন ও বিতরণ করা হয়েছে।
আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি সংগঠক-লেখক যিকরু হাবিবীল ওয়াহেদের সভাপতিত্বে এ বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের ডেপুটি গভর্নর মানবাধিকার নেতা আমিনুল হক বাবু,চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন আশরাফুল আলম, চট্টগ্রাম প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ সাংবাদিক দেবদুলাল ভৌমিক, ক্যাব নেতা জানে আলম, সমাজসেবী নেছার আহমদ খাঁন, কলামিস্ট দিদার কাদেরী, বাবু রাজন পাল,ইফতেখার ইফতি, আকরাম ভুঁইয়াসহ স্কুলের বিপুল ছাত্রছাত্রী।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার নেতা আমিনুল হক বাবু বলেন-গাছ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচায়। তাই বেশি করে গাছ রোপণ এবং পরিচর্যা করা সকল নাগরিকের নৈতিক দায়িত্ব। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। তাই এই বৃক্ষরোপন কর্মসূচী সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দিতে হবে। সামাজিক জনসচেতনা বৃদ্ধি করতে হবে।
কমিশনার আশরাফুল আলম বলেন- বৃক্ষরোপণ ধর্মীয় সামাজিক উভয় দিক হতে ভাল কাজ। তিনি আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের মতো সকল সামাজিক সংগঠনকে বৃক্ষরোপণ কর্মসূচি করার আহ্বান জানান।
পরিশেষে স্কুলের ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন প্রজাতির ঔষুধী- ফলজ গাছের চারা বিতরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।