t চবি চুয়েট ভেটেরিনারিসহ আজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ – পাঠক নিউজ

ফন্ট সাইজ

শেয়ার করুন

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print

চবি চুয়েট ভেটেরিনারিসহ আজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

.

সংবাদটি পড়তে সময় লাগবে মিনিট

.

চবি প্রতিনিধিঃ

চলমান ছাত্র অন্দোলনের কারণে সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার একদিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।  তাই শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে আজ ২ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। একই সাথে চট্টগ্রামের সকল সরকারী বেসরকারী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে আজ।

দেশের চলমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে আগামীকাল বন্ধের ঘোষণা দেওয়া হয়। বুধবার রাত ৮ টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভারপ্রাপ্ত রেজিস্টার কে এম নুর আহমদ বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে একদিনের জন্য দেশব্যাপী সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার বিষয়ে। উপাচার্য মহোদয় শিক্ষা পরিবারের সঙ্গে একাত্মতা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

এ সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষাসহ প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি।

এদিকে আগামীকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক বাস বন্ধ থাকবে এবং শিক্ষার্থীবাহী শাটল ট্রেন ছুটির দিনের সূচি অনুযায়ী চলবে।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর হেলাল আহমেদ বিষয়টি পাঠক ডট নিউজকে নিশ্চিত করেন।

.

এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে-সরকারী সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার ভেটেরিনারী ও এনিম্যাল সাইন্সস বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।  বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার মীর্জা ফারুক ইমাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বন্ধ ঘোষণার কথা জানানো হয়েছে।

এছাড়া বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নিদের্শনা অনুসরণে ২ আগস্ট, ২০১৮ চুয়েট বন্ধ ঘোষণা করা হয়েছে।  প্রতিষ্ঠানের এক ঘোষণায় জানানো হয়, সকল একাডেমিক (সব পরীক্ষাসহ) এবং প্রশাসনিক (সকল অফিসসহ) যাবতীয় কাযর্ক্রম বন্ধ থাকবে।

উল্লেখ্য, রবিবার দুপুরে রাজধানীর এয়ারপোর্ট রোড়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু এবং পরের দিন একই কায়দায় কুমিল্লায় ১ ছাত্রী নিহত হবার পর চারদিন যাবৎ রাজধানীর অধিকাংশ স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজপথ অবরোধ করে পরিবহন চালকদের শাস্তিসহ বিচার দাবী করে আসছিল।
বুধবার শিক্ষর্থীদের অবরোধে যান চলাচলে অচলাবস্থার মধ্যে সচিবালয়ে বিভিন্ন মন্ত্রীদের দফায় দফায় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী শিক্ষার্থীদের সকল দাবী মেনে নেয়ার আশ্বাস দেন। সর্বশেষে রাতেই সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা এলো।

সর্বশেষ

চকবাজারের কুটুমবাড়িকে ৩ লাখ টাকা জরিমানা

বাকলিয়া এক্সেস রোড়ে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল কর্মী নিহত : আহত ১০

ঘূর্ণিঝড় মোন্থা’র প্রভাবে সারাদেশে ৫ দিন বৃষ্টি হতে পারে

দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক প্রদীপ দাশকে গ্রেপ্তার

মৃত্যুপুরী রাউজান : ১৩ মাসে ১৬ খুন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

রাউজানে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত

Facebook
X
Skype
WhatsApp
OK
Digg
LinkedIn
Pinterest
Email
Print