
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন টাইগারপাস এলাকায় চাঁদাবাজিকালে কথিত এক পুলিশের সোর্স গ্রেফতার হয়েছে। বুধবার বিকালে পুলিশ খোকন চন্দ্র সাহা (৪৫)কে গ্রেফতার করেছে।
খোকন চন্দ্র সাহা সন্দ্বীপ উপজেলার কাচিয়াপাড় গ্রামের মৃত হরিলাল সাহার ছেলে।
পুলিশ জানায়, বুধবার বিকাল ৪টার দিকে টাইগার পাস পুলিশ বক্সের সামনে খোকন চন্দ্র সাহা নিজেকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ফিশারীঘাট মাছ ব্যবসার কর্মচারী প্রদীপ দে (৩৫)র পথরোধ করে তার মোবাইল ফোন ও টাকা পয়সা ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে তিনি শোর চিৎকার করতে থাকেন। এসময় পাশবর্তি লোকজন এবং পুলিশ বক্সের সদস্যরা ছুটে যান। এবং ঘটনা শুনে খোকন চন্দ্রকে আটক করে কোতোয়ালী থানায় নিয়ে যায়।
ছিনতাইয়ের শিকার হওয়া মৎস্যকর্মচারী প্রদীপ দে জানায়, আমি ফিশারীঘাটে মাছ বাজারে চাকুরী করি। আমি বিকালে সিটি গেইট এলাকায় মাছ সাপ্লাই দিয়ে পূণরায় ফেরার পথে টাইগার পাস এলাকায় গাড়ির জন্য দাড়ালে লোকটি আমাকে পুলিশের সোর্স পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করে। আমি কোন টাকা দিতে আপরগতা প্রকাশ করলে সে আমার সাথে উৎশৃখল আচরণ করে আমার থেকে টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে আমি চিৎকার দিলে পুলিশ এসে তাকে আটক করেছে।
এ ব্যাপারে কোতোয়ালী থানার ওসি মো. মহসীন বলেন, সোর্স বাংলাদেশ পুলিশের কোন পদ কিংবা স্বতন্ত্র কোন পেশা নয়। যারা আমাদের তথ্য দেয় তারাই আমাদের সোর্স। তাই সবাই আমাদের সোর্স, আবার কেউই আমাদের সোর্স না। সোর্সের সাথে আমাদের সম্পর্ক তথ্য দেওয়া পর্যন্ত। তাদের দৌড়ের সীমাও ততটুকু। এর বাইরে যাওয়া অপরাধ। এমন অপরাধই করেছে খোকন চন্দ্র দে। তল্লাশির নামে এক ব্যক্তির কাছ থেকে ছিনতাইয়ের চেষ্টা করে সে। কিন্তু ওই ব্যক্তির বুদ্ধিমত্তা ও পুলিশের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণে সেখানেই আটক হয় সে। এমন কাউকে পেলে আমাদের জানান। অথবা আটক করে আমাদের কাছে সোপর্দ করুন।