
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৭তলার করিডোরের জানালার কাঁচ ভেঙ্গে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেছে আবু তৈয়ব (৩০) নামে এক যুবক।
আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটেছে। তবে লাফিয়ে পড়ার আগেই নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করেছে। নিরাপত্তা কর্মীদের দ্রত হস্তক্ষেপে মৃত্যুর কবল থেকে বেঁচে যান এই রোগী।
এ ব্যপারে জানতে চাইলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার সদস্য পাঠক ডট নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সকালে চমেক হাসপাতালের নীচ তলার ৩ নং ওয়ার্ডের মানসিক রোগী আবু তৈয়ব সবার অগোচরে হাসপাতালে ৭ তলায় উঠে জানালার কাঁচ ভেঙ্গে রেলিং এ নেমে পড়ে হাঁটতে থাকে এবং লাফিয়ে পড়ার চেষ্টা করে।
এ সময় লোকজন দেখে চিৎকার করতে থাকলে আনসার সদস্য মো. নুরুল হাকিম এবং সাহাব মিয়াসহ অন্যান্য নিরাপত্তা কর্মীদের সহযোগিতায় দ্রুত সাত তলায় গিয়ে তাকে নিরাপদে নামিয়ে নিয়ে আসে।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম পাঠক ডট নিউজকে বলেন, সকালে মানসিক বিভাগ থেকে এক রোগী হারিয়ে যায় পরে তাকে ৭ তলা থেকে পাওয়া গেছে।
জানাগেছে, রাউজানের নোয়াপাড়ার মানসিক রোগি আবু তৈয়ব ২৬ দিন চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার হাসপাতাল ছেড়ে যায়। কিন্তু আবার তার মানষিক রোগ দেখা দিলে গতকাল মঙ্গলবার তার মা ও ভাই তাকে হাসপাতালে নিয়ে আসে।
আজ সকালে মা বার্থ রুমে গেলে ভাই নীচে গেলে সকলের অগোচরে সে (আবু তৈয়ব) নিজের বেড ছেড়ে পালিয়ে যায়।