
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
জেলার সীতাকুণ্ডে সাড়ে তিন লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেটসহ খায়রুল আমিন (৩৫) নামের একজনকে আটক করেছে হাইওয়ে থানার পুলিশ।
আটক খায়রুল আমিন কক্সবাজার জেলার টেকনাফ থানার নীলা জাদিমুড়া গ্রামের মোঃ আব্দুর আমিন এর পুত্র।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান হাবীব জানায়, আজ বুধবার (৮ আগষ্ট) সকাল সাড়ে ৮ টার সময় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান পরিচালনাকালে সার্জেন্ট মোঃ মাইদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার দক্ষিণ সোনাইছড়ি ঘোড়ামারা এলকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামূখী লেনে রাস্তার উপর চেকপোষ্ট বসিয়ে তল্লাশী কালে একটি লেগুনা পরিবহন (চট্টঃ মেট্রোঃ ছ-১১-৩১২৩) তল্লাশি চালিয়ে যাত্রী আসামী মোঃ খায়রুল আমিন কাছ থেকে ১২শ পিস ইয়াবাসহ আটক করে।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য তিনলক্ষ ষাট হাজার টাকা। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।